Monday, January 23, 2017

আমি একদিন নিখোঁজ হবো

আমি একদিন নিখোঁজ হবো...

আমি একদিন সন্ধ্যা হব
অন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখন
বটের ধারে ধানসিঁড়িদের কান্না হবো।
মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠা হারা নায়ের মতন
আমিও অমন ভেসেই যাবো।
পদ্মপাতায় জলের মতন
শিমুল তুলোর মনের মতন
আমিও সেদিন উবেই যাবো।

আমি একদিন পাখি হবো
একলা আকাশ একলা ডানায় চুপটি করে পারি দেব
সঙ্গে নেব গোপন কথা
ছোট্ট বুকের বিশাল ব্যাথা
ডানায় ডানায় মেঘের ভেতর সেসব কিছু ছড়িয়ে দেব

আমি একদিন কান্না হবো
নীল আকাশের কষ্ট ছুঁয়ে সমুদ্দুরে বৃষ্টি হবো।
হারিয়ে যাওয়া সেইতো ভালো।
যেমন ছিলাম রোজ থেকেও
তেমন করেই হারিয়ে যাবো।

আমি একদিন নিখোঁজ হবো...

----------------------------------
আমি একদিন নিখোঁজ হবো.../ সাদাত হোসাইন

No comments:

Post a Comment