হাওয়া তোমার আঁচল নিয়ে ধিঙ্গীনাচন
করলো খেলা
সকাল বিকেল সন্ধেবেলা
চোখের খিদের আশ মেটালো লস্পটে রোদ
রাস্তা ঘাটে
যখন হাঁটো সঙ্গে হাঁটে
বনের পথে হাঁটলে যখন কাঁটাগাছে
টানলে কাপড়
চ্যাংড়া ছোঁড়ার ফাজলামিকে
ভেবেছিলাম মারবে থাপড়।
একটা নদীর লক্ষটা হাত, ভাসিয়ে দিলে
সর্বশরীর
লুটপাটেতে ছিনিয়ে নিলে ওষ্ঠপুটের
হাসির জরির
জেল্লাজলুস।
কেবল আমি হাত বাড়ালেই, মাত্র আমার
পাঁচটা আঙুল,
তোমার মহাভারত কলুষ।
রক্তে মাংসে মনুষ্যজীব, সেই দোষেতেই
এমন কাঙাল।
কিন্তু তোমার খবর নিতে আমার কাছেই
আসবে ছুটে
অনন্তকাল।
পুর্নেন্দু পুত্রী
#pc: collection
করলো খেলা
সকাল বিকেল সন্ধেবেলা
চোখের খিদের আশ মেটালো লস্পটে রোদ
রাস্তা ঘাটে
যখন হাঁটো সঙ্গে হাঁটে
বনের পথে হাঁটলে যখন কাঁটাগাছে
টানলে কাপড়
চ্যাংড়া ছোঁড়ার ফাজলামিকে
ভেবেছিলাম মারবে থাপড়।
একটা নদীর লক্ষটা হাত, ভাসিয়ে দিলে
সর্বশরীর
লুটপাটেতে ছিনিয়ে নিলে ওষ্ঠপুটের
হাসির জরির
জেল্লাজলুস।
কেবল আমি হাত বাড়ালেই, মাত্র আমার
পাঁচটা আঙুল,
তোমার মহাভারত কলুষ।
রক্তে মাংসে মনুষ্যজীব, সেই দোষেতেই
এমন কাঙাল।
কিন্তু তোমার খবর নিতে আমার কাছেই
আসবে ছুটে
অনন্তকাল।
পুর্নেন্দু পুত্রী
#pc: collection
No comments:
Post a Comment